॥চিন্তাসূত্রে ডেস্ক॥
বইমেলায় প্রকাশিত হলো কথাশিল্পী শারমিন রহমানের গদ্যগ্রন্থ ‘নির্মাতা তারেক মাসুদ’। প্রচ্ছদ করেছেন মীনাক্ষী বিশ্বাস। প্রকাশক, পেন্সিল পাবলিকেশন্স। বইটির মূল্য ৩৩০ টাকা। বইটি ৩৩১ নম্বর স্টলে পাওয়া যাবে।
লেখক তারেক মাসুদের জীবনালেখ্য লিখতে গিয়ে প্রায় তিন বছর ধরে কাজ করছেন। লেখক জানান, এ কাজটি তিনি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে শুরু করেন। ছোটবেলা থেকেই প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের বাসায় যাতায়াত লেখক শারমিন রহমানের। ছোট মামা মেহেদী হাসান তুষারের হাত ধরে তারেক মাসুদের পরিবারের সঙ্গে পরিচয় হয় তার।মঞ্চ নাটক, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন লেখকের মামা। তারেক মাসুদের বাড়িতেই ছিল এ সব কাজের নিরাপদ জায়গা। সেই সূত্র ধরেই তারেক মাসুদের বাড়িতে যাওয়া-আসা শুরু হয়। ধীরে ধীরে তাদের পরিবারের একজন সদস্য হয়ে ওঠেন তিনি।
শারমিন রহমান ১৯৮৭ সালের ৭ ডিসেম্বর ফরিদপুর জেলার ভাংগা থানার পূর্বসদরদী গ্রামে জন্মগ্রহণ করেন। কুমার নদীর পাড় ঘেঁষেই তার বেড়ে ওঠা। পড়াশোনা শেষে তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে।বই পড়া ও প্রাকৃতিক সান্নিধ্য তাকে ডেকেছে সৃজনশীলতার দিকে।
শারমিন রহমানের প্রথম গল্পগ্রন্থ ‘কয়েদি নম্বর-৩৩২’ (২০২০) ও ‘নির্মাতা তারেক মাসুদ’(২০২১) পাওয়া যাবে পেন্সিল স্টল নম্বর ৩৩১-এ।