কবি-গবেষক ড. তপন বাগচীর সম্পাদনায় প্রকাশিত হলো বহুমুখী আবিদ আনোয়ার। আবিদ আনোয়ার আধুনিক বাংলা কবিতার গুরুত্বপূর্ণ কবি। পাশাপাশি প্রবন্ধ, গীতিকবিতা, হাইকু, ছড়া, ছোটগল্প, সম্পাদনা, অনুবাদ; অর্থাৎ যুগপৎ সৃজন ও মননে তার প্রাধান্য অনস্বীকার্য। বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধাও তিনি। তার সৃষ্টিকর্ম মূল্যায়ন করেছেন খ্যাতিমান লেখকেরা। এই সময়ের তরুণ সাহিত্যিকদেরও তিনি শ্রদ্ধা অর্জন করেছেন। আবিদ আনোয়ারকে নিয়ে মূল্যায়নধর্মী রচনাগুলোর এই সংকলনটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
সংকলনে সম্পাদকীয় নিবন্ধ লিখেছেন ড. তপন বাগচী। এছাড়া যেসব প্রবন্ধ রয়েছে, সেগুলো হলো, দুই গ্রন্থ : নানা চিন্তা, শওকত ওসমান; প্রতিবিম্বের মমি: সৈয়দ আলী আহসান; আবিদ আনোয়ার: তাঁর কবিতা: শামসুর রাহমান; প্রতিবিম্বের মমি: মোহাম্মদ মাহফুজউল্লাহ; প্রতিবিম্বের মমি: ড. হুমায়ুন আজাদ; মরা জোছনায় মধুচন্দ্রিমা: ড. মাহবুব সাদিক; কবি আবিদ আনোয়ার-এর গানের কবিতা: মোহাম্মদ রফিকউজ্জামান; স্বৈরিণীর ঘরসংসার: একটি সামান্য প্রতিবেদন: অসীম সাহা; প্রতিবিম্বের মমি: ড. রফিকউল্লাহ খান; সময়ের বিশ্বস্ত চিত্রকর: আবিদ আনোয়ার: শেখর ইমতিয়াজ; আবিদ আনোয়ার: ছন্দ-সাঁকোতে ব্যঞ্জনাময় চিত্রকল্প নির্মাতা: সুমন সরদার; আবিদ আনোয়ার-এর কবিতায় মনীষার সন্ধানে: মোহম্মদ নূরুল হক; আবিদ আনোয়ারের কবিতা: হৃদয়ে গভীর অনুরণন: সালাহ উদ্দিন মাহমুদ; আজ, কাল ও পরশু’র জন্য বার্তা: কৌশিক গুড়িয়া (পশ্চিমবঙ্গ, ভারত); আবিদ আনোয়ারের ‘ধলপহরের পদাবলি’: ড. তারেক রেজা; অন্য এক শুদ্ধতার কবি আবিদ আনোয়ার: শ্যামসুন্দর সিকদার; প্রাজ্ঞনীলিমায় কবি আবিদ আনোয়ার: বাসুদেব মণ্ডল (পশ্চিমবঙ্গ, ভারত)।
সংগ্রামী কাব্যভাষার কবি: ড. শ্যামল কান্তি দত্ত; ছন্দ-বিশেষজ্ঞ কবি আবিদ আনোয়ার এবং প্রকরণসিদ্ধ বাংলা হাইকু: রহিমা আখতার কল্পনা; প্রকরণসিদ্ধ বাংলা হাইকু রচনার পথিকৃৎ কবি ও প্রাবন্ধিক আবিদ আনোয়ার: দুলাল বিশ্বাস; বাঙলা কবিতার আধুনিকায়ন: শাকিল রিয়াজ; স্বৈরিণীর ঘরসংসার ও বাঙলা কবিতার আধুনিকায়ন: সেলিনা আহমেদ।
Rhythmic Arrangement of Images: AUM Fakhruddin; Fictions Crafted in a New Ambience: Junaidul Haque; আবিদ আনোয়ার: গল্পের মানচিত্রে আঁকেন বিমূর্ত সর্বনাশ: মনি হায়দার; আবিদ আনোয়ার-এর কবিতা: পার্থিব বাস্তবতায় অপার্থিব সৌন্দর্য: ড. মাসুদুল হক; কবি আবিদ আনোয়ার: গুণী মানুষের সান্নিধ্যে: অণিমা মুক্তি গমেজ; বরেণ্য: আবিদ আনোয়ার (দৈনিক যুগান্তর); Abid Anwar on the back cover of Shabdaghar Magazine।