চিন্তাসূত্র ডেস্ক
গ্রন্থমেলায় এলো কবি নুসরাত নুসিনের কবিতার বই ‘কামনাফলের দিকে’। বইটি প্রকাশ করেছে বৈভব। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। দাম ২৫০ টাকা।
বইটি সম্পর্কে নুসরাত নুসিন বলেন, মানবপ্রাণ তার ভেতরে ধারণ করে আছে নিরন্তর কামনা। বলা যায়, কামনাই তার চালিকাশক্তি। মানবপ্রাণ কখনো কামনা থেকে নিজেকে পৃথক করতে পারে না। কামনা আছে বলেই সে প্রবলভাবে বেঁচে থাকে। যাপনে, প্রেমে, কামে শ্রেষ্ঠত্ব বা অসীমতার সন্ধান করে। এই কাব্য সে রকমই এক অভিযাত্রা—যা প্রাণ, প্রেম, প্রকৃতির অভিরূপ বা কামনারূপকে ব্যঞ্জনায় ধরতে চেয়েছে।
বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় বৈভবের ৩৫৭ নম্বর স্টলে ও রকমারি.কমে।
প্রসঙ্গত, নুসরাত নুসিন ১৯৯০ সালের ২১ নভেম্বর দিনাজপুরের পার্বতীপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে অধ্যয়নসূত্রে বাস করেন রাজশাহীতে। ২০১৭ সালে অর্জন করেন জেমকন তরুণ কবিতা পুরস্কার। তার প্রথম কবিতাগ্রন্থ ‘দীর্ঘ স্বরের অনুপ্রাস’ প্রকাশিত হয় ২০১৮ সালে।