চিন্তাসূত্র ডেস্ক
প্রকাশিত হলো একুশ শতকের উজ্জ্বল কবি জাকির জাফরানের পঞ্চম কাব্যগ্রন্থ ‘জ্যোৎস্নাসম্প্রদায়’। জলধি থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। এছাড়া কবিতাগুলো ধরে ধরে চিত্রায়ণ করে সত্যজিৎ রাজন। মুখবদ্ধ লিখে দিয়েছেন দেশের অন্যতম কবি নির্মলেন্দু গুণ। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
মুখবন্ধে নির্মলেন্দু গুণ লিখেছেন, ‘‘জাকির জাফরান শুধুই কবি নন, তিনি খুবই শক্তিশালী একজন কবি। তার কাব্যগ্রন্থ্যের জন্য নির্বাচিত নাম-‘জ্যোৎস্নাসম্প্রদায়’ কল্পনাশক্তির পারদর্শিতাকে প্রকাশ করেছে। জ্যোৎস্নাকে বাংলা কবিতায় বহুবার ব্যবহার হতে দেখেছি। কিন্তু জ্যোৎস্নাকে সপ্রাণ-সম্প্রদায় হিসেবে, তার আগে কোনো কবিকে ভাবতে দেখেছি, এমনটা মনে পড়ে না।’
তবে, জাকির জাফরান সম্পর্কে ইতোপূর্বে ‘জাকির জাফরানের কবিতা: বিষয়ে-প্রকরণে’ শীর্ষক এক প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক বলেছেন, ‘তার কবিতায় কোনো জটিল বাক্যের মারপ্যাঁচ নেই কিন্তু গভীর ইঙ্গিতপূর্ণ। তিনি দীর্ঘ-বর্ণনার পক্ষে নন; অল্পকথায় যাপনচিত্র ও মনের নিগূঢ় বাসনা প্রকাশের পক্ষে। জীবনাভিজ্ঞতা বর্ণনায় বাস্তবচিত্রের পাশাপাশি কল্পনার আশ্রয়ও নিয়েছেন। তবে সেই কল্পনা এতই জীবনঘনিষ্ঠ যে, প্রায় চেনাজানা জগৎ থেকে তাকে আলাদা করা যায় না।’ এই মূল্যায়নের প্রমাণ মিলবে ‘জ্যোৎস্নাসম্প্রদায়’ বইয়ের প্রতিটি কবিতায়। পাঠক সেই ভরসা রাখতে পারেন।
বইটিতে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার দীর্ঘ সংগ্রাম, ছয় দফা ও জাতির পিতা বঙ্গবন্ধুকে অনুষঙ্গ করা হয়েছে একাধিক কবিতায়। জ্যোৎস্না সম্প্রদায় পাওয়া যাচ্ছে ঢাকা, চট্টগ্রামের পরিবেশকদের পাশাপাশি কলকাতায়ও। এছাড়া, অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।