চিন্তাসূত্র ডেস্ক
প্রকাশিত হলো কবি-প্রাবন্ধিক-সাংবাদিক মোহাম্মদ নূরুল হকের প্রবন্ধগ্রন্থ ‘কবিতার সময় ও মনীষার দান’-এর দ্বিতীয় সংস্করণ। ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২১’ উপলক্ষে বইটির দ্বিতীয় বাজারে এনেছে খ্যাতিমান প্রকাশনা সংস্থা বাংলানামা। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য রাখা হয়েছে মাত্র ২৫০ টাকা।
বাংলানামা-সূত্রে জানা গেছে, বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ উপলক্ষে। বইটি বাজারে এনেছিল প্ল্যাটফর্ম। প্রকাশের পর দুই বছরের মাথায় বইটির প্রথম সংস্করণ নিঃশেষিত হয়ে যায়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ব্যাপক সমাদর লাভ করে।
পাঠকচাহিদা ও বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজনের কথা মনে রেখে এবার আরও বর্ধিত ও পরিমার্জিত আকারে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলো।
বইটি পাওয়া যাচ্ছে রকমারিডটকমে। এছাড়া খোদ লেখকের সঙ্গে ফেসবুক ইনবক্সে যোগাযোগ করেও সংগ্রহ করা যাবে।