এবারের (২০২১) পেন পিন্টার প্রাইজ পেলেন জিম্বাবুয়েন ঔপন্যাসিক লেখক, সমাজকর্মী সিটসি ডাঙ্গারেম্বগা। তার তৃতীয় উপন্যাস ‘দিস মোর্নেবল বডি’ লেখার জন্য এই পুরস্কার পেলেন তিনি।
এর আগে ‘দিস মোর্নেবল বডি’ উপন্যাসটি ২০২০ সালের বুকার প্রাইজ়ের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিল।
পেন পিন্টার প্রাইজ়ের বিচারকমণ্ডলী ‘দিস মোর্নেবল বডি’ উপন্যাস সম্পর্কে বলেছেন, ‘demonstrates diligence, stoicism, and the ability to capture and communicate vital truths even amidst times of upheaval.’
সিটসি ডাঙ্গারেম্বগা বলেন, আমি কৃতজ্ঞ যে, এই বছর বিশ্বজুড়ে বহু লোকের কাছে অনুরণিত হয়েছে আমার কাজ। এই বছর পেন পিন্টার পুরস্কার ২০২১ পেলাম। আমি বিশ্বাস করি যে আমার মতো সাহিত্যকর্মের ইতিবাচক সংবর্ধনা প্রমাণ করতে সহায়তা করে যে আমরা ইতিবাচকভাবে মানুষকে ঘিরে ঐক্যবদ্ধ হতে পারি।
প্রসঙ্গত, সিটসি ডাঙ্গারেম্বগার প্রথম উপন্যাস নার্ভাস কন্ডিশন।এটি প্রকাশিত হয় ১৯৮৮ সালে।
২০২০ সালের জুলাইয়ে টুইট করেন সিটসি ডাঙ্গারেম্বগার। টুইটে তিনি লিখেন,‘Friends, here is a principle. If you want your suffering to end, you have to act. Action comes from hope. This is the principle of faith and action.’। টুইট করার এক ঘণ্টা পরেই তাকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে।
সিটসি ডাঙ্গারেম্বগার জন্ম ১৯৫৯ সালের ৪ ফেব্রুয়ারি। ৬২ বছর বয়সী এই ঔপন্যাসিক নির্ভীক সত্যভাষণ ও স্পষ্টবাদিতার জন্য এবার পেন পিন্টার প্রাইজ় পেলেন ।
সূত্র: যোগসূত্র, আফ্রিকা নিউজ ডটকম