চিন্তাসূত্র ডেস্ক
‘পারাপার গল্পকার পুরস্কার-২০২২’ গ্রহণ করলেন দুই কথাশিল্পী। তারা হলেন রাশেদ রহমান ও লতিফ জোয়ার্দার। শনিবার (২৯ জানুয়ারি) বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কারের নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র দেওয়া হয়। এসময় তাদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
গল্পবিষয়ক পত্রিকার ‘পারাপার’-এর সম্পাদক নাহিদ হাসান রবিনের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন কবি ও গল্পকার লতিফ আদনান।
ইফতেখার আলম ফরহাদের উপস্থাপনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান। পুরস্কারপ্রাপ্ত দুই গল্পকারের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শিবলী মোকতাদির ও মামুন রশীদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংস্কৃতজনেরা।
উল্লেখ্য, প্রথম বারের মতো গল্পবিষয়ক পত্রিকা পারাপারের পক্ষ থেকে ‘পারাপার গল্পকার পুরস্কার’প্রবর্তন করা হয়েছে। প্রতিবছর দুজন গল্পকারকে এই পুরস্কার প্রদান করা হবে।