চিন্তাসূত্র ডেস্ক
শিশুদের মধ্যে বই বিতরণ ও বই পাঠের মধ্য দিয়ে পালিত হলো ‘আলোর ফেরিওয়ালা’ পলান সরকারের জন্মদিন। সোমবার (১ আগস্ট, ২০২২) ‘নান্দিক পাঠাগার’-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই উৎসবের মাধ্যমে তার জন্মদিন পালিত হয়।
‘ভাষা ও সংস্কৃতির আনন্দযোগ’—এই আদর্শ ধারণ করে নান্দিক পাঠাগার পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। ইতোমধ্যে ভিন্ন ভিন্ন বিষয়ে নিজস্ব আঙ্গিকে ‘নান্দিক পাঠাগার’ বিভিন্ন আয়োজন হয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের বই পাঠে উদ্বুদ্ধ করা ও সমাজের সব শ্রেণীর মানুষের মাঝে বইয়ের প্রয়োজনীয়তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়মিত কাজ করছে নান্দিক পাঠাগার।
নান্দিক পাঠাগারের সভাপতি ইসমত শিল্পী বলেন, ‘সমাজের বিভিন্ন স্তরের মানুষকে বইয়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে নান্দিক পাঠাগারের একনিষ্ঠতা একটি সফলও সুন্দর উদ্যোগ।’
অনুষ্ঠানে অংশ নেন, আ্যডর্ন পাবলিকেশনের কর্ণধার সৈয়দ জাকির হোসেন, একরঙা এক ঘুড়ি’র প্রকাশক ও ঘুড়ি ইসকুলের প্রতিষ্ঠাতা নীল সাধু, কবি তারেক মাহমুদ, কবি প্রাবন্ধিক শেখ ফিরোজ আহমদ প্রমুখ। এছাড়া অংশ নেয় টিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে ছড়িয়ে থাকা বিভিন্ন স্তরের শিশু-কিশোর, উন্মুক্ত লাইব্রেরির পরিচালকরাসহ নান্দিক পাঠাগারের সুহৃদ সদস্যরা। এতে বই দিয়ে সহযোগিতা করে ‘আত্মশক্তিপাঠ বিদ্যাপীঠ’।