চিন্তাসূত্র ডেস্ক
নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতা পাঠ ও সংগীত প্রতিযোগিতা। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কাওলায় স্থায়ী ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা বিভাগের শিক্ষক জান্নাতুল যূথীর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ভাষা, সংস্কৃতি ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম ও নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার কমোডর এম মনিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন ইংরেজি বিভাগের প্রধান ড জসীম উদ্দিন ও কবি-গীতিকার মহসীন আহমেদ ।
অনুষ্ঠান শুরু হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে। প্রতিযোগীরা সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য নূরলদীনের সারাজীবন এর প্রস্তাবনা অংশ আবৃত্তি করেন। আবৃত্তি করেন ৮ম সেমিস্টারের খান আল মামুন, ৬ষ্ঠ সেমিস্টারের ইশতেয়াক জাহান ভূঁইয়া রনি, ১ম সেমিস্টারের সাব্বির আহমেদ, ১ম সেমিস্টারের উম্মে হাবিবা, ১ম সেমিস্টারের আকলিমা, ৩য় সেমিস্টারের তামান্না ইয়াসমিন তান্না ও ৮ম সেমিস্টারের রাজিয়া সুলতানা লাবণী।
এসময় বাংলা বিভাগের শিক্ষক ইসরাফিল হোসেন ‘নূরলদীনের সারাজীবন’-এর প্রেক্ষাপট নিয়ে সংক্ষেপে বক্তব্য রাখেন। এরপর শুরু হয় দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। অংশ নেন মাস্টার্সের শিক্ষার্থী সাবরিন মানাল, অনার্স ৮ম সেমিস্টারের আইমুল আদনান ও ১ম সেমিস্টারের সাব্বির আহমেদ।
প্রতিযোগিতার বাইরে থেকে কবিতা আবৃত্তি করেন ৭ম বর্ষের মো. আবুল হোসেন ও মাস্টার্সের আফসার উদ্দীন।।সাবরিন মানাল আরেকটি গান উপহার দেন সবাইকে।এরপর আলোচনা অনুষ্ঠানে বাংলা ভাষার গুরুত্ব ও স্বাধীনতার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি,বিশেষ অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। তারপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি। আবৃত্তিতে প্রথম হয়েছেন সাব্বির আহমেদ, দ্বিতীয় উম্মে হাবিবা, ৩য় হয়েছেন খান আল মামুন। গানে ১ম স্থান অধিকার করেছেন সাবরিন মানাল, ২য় সাব্বির আহমেদ, ৩য় আইমুল আদনান।
কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের শিক্ষক শারমিন সুলতানা, মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ নূরুল হক ও আফসার উদ্দিন।