চিন্তাসূত্র ডেস্ক
জেমকন তরুণ কথা সাহিত্য পুরস্কার-২০২০ পেলেন কবি ও কথাশিল্পী জব্বার আল নাঈম। ছোটগল্পের পাণ্ডুলিপি ‘জীবনের ছুটি নেই’-এর জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হলো। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় এক ভিডিও বার্তায় জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ পুরস্কারের এই ঘোষণা দেন।
এছাড়া জব্বার আল নাঈমের সঙ্গে যৌথভাবে পুরস্কার পেয়েছেন ধ্রুপদি রিপন নামে একজনও। তার ‘সম্পর্ক আপন-পর’ পাণ্ডুলিপির জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।
এদিকে জেমকন তরুন কবিতা পুরস্কার পেয়েছেন হাসনাইন হীরা। তার পাণ্ডুলিপির শিরোনাম ‘বাঁক বাচনের বৈঠা’।
আর জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। তার ‘আগস্ট আবছায়া’ নামের একটি বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।
এবার জেমকন সাহিত্য পুরস্কার ২০২০-এর জুরি বোর্ডে ছিলেন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, ওয়াসি আহমেদ, মামুন হুসাইন, সরিফা সালোয়া ডিনা ও আহমাদ মোস্তফা কামাল।
জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০২০-এর জুরি বোর্ডে ছিলেন কথাসাহিত্যিক পারভেজ হোসেন অনিরুদ্ধ কাহালি, মোস্তফা তারিকুল আহসান, হামীম কামরুল হক, আফসানা বেগম।
জেমকন তরুণ কবিতা পুরস্কার ২০২০-এর জুরি বোর্ডে ছিলেন কবি মোহাম্মদ সাদিক, আসাদ মান্নান, কবির হুমায়ূন, জফির সেতু ও মোস্তাক আহমেদ দীন।
উল্লেখ্য, ২০০০ সালে জেমকন গ্রুপ এই পুরস্কার প্রবর্তন করে।