চিন্তাসূত্র রিপোর্ট
এসেছে ঋতুরাজ বসন্ত। চলছে ভাষার মাসও। এই উপলক্ষে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ভাষাশহীদদের স্মরণ ও বসন্তবরণের অনলাইন অনুষ্ঠান, ‘অনলাইন কবিতা পাঠের আসর’। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টায় জুম প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা অনুষদের ডিন, কবি-গবেষক-কথাসাহিত্যিক অধ্যাপক ড. রকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষক কবি-প্রাবন্ধিক শারমিন সুলতানা তন্বী। আসরের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের শিক্ষক জান্নাতুল যূথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক, কবি-প্রাবন্ধিক-কথাসাহিত্যিক শাফিক আফতাব, ইংরেজি বিভাগের প্রধান জসীম উদ্দিন, কবি ও শিক্ষক নবনীতা চক্রবর্তী।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অনার্স-মাস্টার্সে একঝাঁক শিক্ষার্থী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ড. রকিবুল হাসান, শাফিক আফতাব, শারমিন সুলতানা তন্বী, ইংরেজি বিভাগের প্রধান জসীম উদ্দিন, আসরের মধ্যমণি ইসলাম রফিক, নবনীতা চক্রবর্তী, বাংলা বিভাগের শিক্ষার্থী খুরশীদা বারী, মিনতি রায়, মোহাম্মদ নূরুল হক, আফসার উদ্দিন, সুমাইয়া সাবরিন মানাল, ফওজিয়া ফারুকী মুন, স্বপ্নীল মাহমুদ সাব্বির, তামান্না ইয়াসমিন তান্না প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ড. রকিবুল হাসান বলেন, ‘যেখানে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবল নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেওয়ার মধ্যে তাদের কর্মসূচি সীমাবদ্ধ রাখছে, সেখানে এনইউবি ব্যতিক্রম। এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংস্কৃতি চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে। আমাদের বাংলা বিভাগের আছেন একঝাঁক মেধাবী শিক্ষক-শিক্ষার্থী।’ এমন একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অংশগ্রহণকারী সবাইকে তিনি ধন্যবাদ জানান।
আসরের মধ্যমণি ইসলাম রফিক বলেন, ‘এনইউবির উদ্যোগে এমন একটি চমৎকার অনুষ্ঠানে আমাকে আসরের মধ্যমণি করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত বোধ করছি।’ এসময় তিনি কবিতা পাঠের পাশাপাশি কবি হয়ে ওঠার গল্প শোনান।
ইংরেজি বিভাগের প্রধান জসীম উদ্দিন কবিতা পাঠের পাশাপাশি নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘ড. রকিবুল হাসানের পরিকল্পনায় এমন একটি অনুষ্ঠানের আয়োজনকে অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। এই আসলে যোগ দিতে পেরে আনন্দিত।’
বাংলা বিভাগের শিক্ষক শাফিক আফতাব বলেন, ‘সংস্কৃতিই পারে মানুষকে সুন্দর রাখতে। আর এই সংস্কৃতি চর্চার অংশ কবিতা পাঠ। আজকের অনুষ্ঠানে কবিতা পাঠ করে ও অন্যদের কবিতা শুনে মুগ্ধ-বিমোহিত।’
নবনীতা চক্রবর্তী বলেন, ‘এমন একটি অনুষ্ঠান দেখে আমি অভিভূত। এমন অনুষ্ঠান যেন বারবার হয়।’ এই সময় তিনি রকিবুল হাসান রচিত একটি কবিতা পাঠ করে শোনান।
শারমিন সুলতানা তন্বী তার স্বাগত বক্তব্যে সবাইকে অভিনন্দন জানান। এ সময় তিনি মাহবুব উল আলম চৌধুরীর লেখা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি পাঠ করেন।