চিন্তাসূত্র ডেস্ক
ঐতিহাসিক মহাস্থানগড়ে কবিতাভ্রমণে কবি আড্ডা, কবিতা, আবৃত্তি আর গানের সুরের তালে কবিদের নৃত্যে জেগে উঠেছিল ঐতিহাসিক মহাস্থান গড়। শীলাদেবী দূর থেকে সেসব দৃশ্য দেখে ক্লান্ত হয়ে ফিরে যায় করতোয়া নদীর ঘাটে। কবিদের পদচারণায় কিছু সময়ের জন্য জীবিত হয়ে ওঠা মহাস্থানের জাহাজঘাটা হয়ে ওঠে কবিদের আশ্রয়স্থল আর কবি আড্ডার কেন্দ্র।
বগুড়া লেখক চক্রের আয়োজনে তিন দিনব্যাপী কবি সম্মেলনের তৃতীয় দিন রবিবার ছিল মহাস্থানগড়ে কবিতা ভ্রমণ। কবিতা হয়ে উঠুক চেতনার বাতিঘর, কবিতার আলোয় আলোকিত হোক বিশ্ব।
কবিদের মুখে মুখে ছিল কবির কথা, কবিতার কথা। কবি আড্ডা শেষে কবি-সম্মেলনের সমাপনী পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ ফিরোজ আহমেদ বাবু। সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি সাফওয়ান আমিন, কবি শৈবাল নূর, কবি নাহিদা আশরাফী, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি ফরিদ আহমদ দুলাল, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি রোকেয়া ইসলাম, কবিকুঞ্জ, রাজশাহীর সভাপতি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।
উপস্থিত ছিলেন কথা-সাহিত্যিক রাজা সহিদুল আসলাম, আব্দুর রাজ্জাক বকুল, বাচিকশিল্পী মজিদা বিথী, কবি আলমগীর মালেক, কবি বাবুল আনোয়ার, কবি কামরুল বাহার আরিফ, কবি শিবলী মোকতাদির, কবি আমির খসরু সেলিম, কবি অরিন্দম মাহমুদ, কবি মাহফুজ রিপন, কবি অচিন্ত্য চয়ন, কবি চয়নিকা সাথী, কবি আবু রায়হান, প্রবন্ধকার এস এম আনিছুর রহমান, কবি আব্দুর রাজ্জাক দুলাল, কবি সুনীল শৈশব, কবি আব্দুস সালাম, কবি কাব্য রাসেল প্রমুখ।