চিন্তাসূত্র ডেস্ক
সাহিত্য দিগন্ত পুরস্কার-২০২১ পেলেন ২৪ লেখক। কথাসাহিত্য, কবিতা, গবেষণা-প্রবন্ধ-কলামে বিশেষ অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। ২২ অক্টোবার (শুক্রবার) রাজধানীর কাঁটাবনে অবস্থিত ‘কবিতা ক্যাফে’তে অনুষ্ঠিত এক জাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানে এই ২৪ লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২১ পেলেন কলামে ড. মির্জা গোলাম সারোয়ার, কবিতায় কামরুন নাহার রুনু ও রাজশ্রী বন্দোপাধ্যায় , কবিতা ও কথাসাহিত্যে আশরাফুল হক মিঠু ও মেহবুবা হক রুমা, গল্পে সালমা সুলতানা ও কানিজ পারিজাত, প্রবন্ধে শারমিন রহমান, কথাসাহিত্যে রনি রেজা ও জেসমিন দীপা; গবেষণায় ড. জ্যোৎস্নালিপি, শিশু সাহিত্যে নূর আলম গন্ধী, কবিতা ও প্রবন্ধে আশ্রাফ বাবু, প্রবন্ধে আনিস আহমেদ, কবিতায় খন্দকার ফারহানা মুন্নি, মো. আব্দুল হামিদ সরকার, জেবিন আখন্দ, সোমা খান; কবিতা ও সাহিত্যে অধম নূর ইসলাম, উপন্যাসে সৌরভী আলম আঁখি, কথাসাহিত্যে সামিরা আব্বাসী, প্রবন্ধে হাসিদা মুন, কবিতায় মোস্তফা হায়দার ও কথাসাহিত্যে শারমিন জিকরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক রহিমা আখতার কল্পনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু প্রমুখ।