আজ ১৪ জুলাই, আজ কবি-কথাকার শিল্পী নাজনীনের জন্মদিন। ১৯৮১ সালের আজকের এই দিনে তিনি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় শিক্ষক এই কথাকারের প্রকাশিত উপন্যাস: ছিন্নডানার ফড়িং, ছোটগল্প: বিভ্রম, আদম গন্দম ও অন্যান্য; শিশুতোষ গল্পগ্রন্থ: তোতন ও ফড়িঙরাজা।
শিল্পী নাজনীন গল্পে তুলে আনেন সমাজের বিচ্যুতি, অসঙ্গতি। পাশাপাশি উচ্চবিত্ত ও মধ্যবিত্তের সম্পর্কে টানাপড়েন চিত্রায়িত করেন গল্পে। একই সঙ্গে তুলে ধরেন নর-নারীর প্রেম, বিরহ। এতে তার গল্পগুলো হয়ে ওঠে সমকালীন সমাজের প্রতিচ্ছবি। আজ তার জন্মদিনে চিন্তাসূত্রের শুভেচ্ছা। শুভ জন্মদিন শিল্পী নাজনীন।
মন্তব্য