চিন্তাসূত্র ডেস্ক
স্বাধীনতার মাসে দেশের প্রতি শিক্ষার্থীদের চেতনা ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনুষ্ঠিত হলো কবিতা পাঠের অনুষ্ঠান। মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কাওলায় স্থায়ী ক্যাম্পাসে এই কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের শিক্ষক জান্নাতুল যূথীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের চেয়ারম্যান, বাংলা ভাষা, সংস্কৃতি ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল হাসান, শিক্ষক ইসরাফিল হোসেন ও শারমিন সুলতানা।
অনুষ্ঠানের শুরু হয় অনার্সের শিক্ষার্থী আবুল হোসেনের কবিতা ‘কাব্যরসবোধ’ আবৃত্তির মধ্য দিয়ে। এরপর ১ম বর্ষের ছাত্র স্বপ্নীল মাহমুদ সাব্বির পাঠ করেন স্বাধীনতা নিয়ে স্বরচিত কবিতা ‘তুমি স্বাধীনতা’। শারমিন সুলতানা তার কবিতা ‘যে বিষয় দুর্বাঘাসের’ পাঠ করেন।
আরও কবিতা পাঠ করেন মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ নূরুল হক। এরপর অনার্সের শিক্ষার্থী রাজিয়া সুলতানা লাবণী পাঠ করেন শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতা।
আরও কবিতা পাঠক করেন অনার্সের শিক্ষার্থী ইশতেয়াক জাহান ভূঁইয়া রনি ও তামান্না ইয়াসমিন তান্না।
শেষে অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি প্রকাশ করে বর্তমান প্রজন্ম ভবিষ্যতের দেশের সেবার লক্ষ্যে কিভাবে নিজেদের গঠন করবে, সে বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থী রাজীব উদ্দিন ও হোসাইন আহমেদ নাঈম।