ঘরে বসেই কিনতে পারছেন মোহাম্মদ নূরুল হকের চতুর্থ কবিতার বই ‘লাল রাত্রির গান’। বইটি প্রকাশ করেছে দৃষ্টি। প্রচ্ছদ করেছেন কাব্য কারিম। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
বইটি কিনতে চাইলে ফেসবুকের এই https://www.facebook.com/hoque1976 আইডির ইনবক্সে অর্ডার করা যাবে। আর বইয়ের মূল্য পাঠানো যাবে বিকাশ (011752989159) নম্বরে।
মোহাম্মদ নূরুল হকের কবিতা সম্পর্কে কবি-সমালোচক মামুন রশীদ লিখেছেন, ‘কবিতায় আবেগের ব্যবহার প্রয়োজন, আবেগের যথার্থ প্রকাশ ছাড়া অনুভূতির তীব্রতা স্পষ্ট করা সম্ভব নয়, তবে সেই আবেগের ব্যবহার যেখানে সংযত, সেখানেই কবিতার পূর্ণতা। সেই কবিই সময়কে, নিজের দশককে উতরে যান, যিনি আবেগের সঙ্গে নিজের মেধা ও মননের সেতু তৈরি করে তাকে প্রকাশ করতে পারেন। ভাবাবেগই শুধু নয় বরং বুদ্ধির দীপ্তিও কবিতাকে আচ্ছন্ন করে রাখলেই শুধু অনবদ্য কবিতার জন্ম হতে পারে। অপ্রাপ্তিজনিত হতাশা আর দুঃখজড়ানো অনুভূতিকে মোহাম্মদ নূরুল হক শুধু আবেগ নয়, মেধা ও মননের সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হয়েছেন। ফলে তার কবিতা হয়ে উঠেছে তার সময়ের ভিন্নস্বর।’
আর নিজের চতুর্থ কবিতার বই সম্পর্কে মোহাম্মদ নূরুল হক বলছেন, ‘লাল রাত্রির গান, বই হিসেবে একাদশ। কবিতার বই হিসেবে চতুর্থ বই। আমি বরাবর যেমন বলে থাকি, ছন্দহীন রচনা কবিতা নয়, আবর্জনা। এখনো তাই বলছি। আমার এই বইতে বাংলা ছন্দের নিরূপিত তিনটি রূপ ছাড়াও রয়েছে গদ্যছন্দের কবিতাও। রয়েছে বেশকিছু গীতি কবিতা। যারা কবিতার মতো দেখতে কিছু রচনা নয়, সত্যিকার অর্থেই কবিতা পড়তে চান, আশা করি তাদের ভালো লাগবে।’