চিন্তাসূত্র ডেস্ক
কবি-সম্পাদক ও সাংবাদিক আন্ওয়ার আহমদ স্মৃতিপদক-২০২০ গ্রহণ করলেন ছোটকাগজ ‘পাঁপড়’ সম্পাদক অদ্বৈত মারুত। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় বগুড়া শহরের ঠনঠনিয়াস্থ ইউটিআই মিলনায়তনে বগুড়া লেখক চক্র আয়োজিত ‘আনওয়ার আহমদ স্মরণ সভা’য় এই পদক গ্রহণ করেন তিনি।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা, শিশু সংগঠক অ্যাডভোকেট পলাশ খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শব্দ সম্পাদক সরোজ দেব। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিক শিল্পী শাহানূর শাহিন ও প্রাবন্ধিক এস এম আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, কবি ও অ্যালবাম সম্পাদক মনজু রহমান, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, কবিপুত্র নাজিম আনওয়ার রূপম, কবি সাংবাদিক মামুন রশীদ ও কবি-সাংবাদিক আহমেদ জুয়েল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গবেষক নজরুল ইসলাম, কবি করিম মোহাম্মদ, গাবতলী সরকারি কলেজের প্রভাষক শাহিনুর রহমান, বগুড়া জেলা স্কুলের শিক্ষক অনন্য রাসেল।
অনুষ্ঠানে আনওয়ার আহমদের জীবনী পাঠ করেন শৈবাল নূর। তার কবিতা পাঠ করেন সাফওয়ান আমিন, বেলাল সরকার, ডালিম রায়, মাহবুব এ ইলাহী মিঠু, মেরিনা জামান, এনায়েত হোসেন, হাদিউল হৃদয়, হিরণ্য হারুন ও রনি বর্মন। স্মরণসভা উপলক্ষে ইসলাম রফিক সম্পাদিত একটি স্যুভেনীর প্রকাশিত হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, আন্ওয়ার আহমদ সারাজীবন নিঃস্বার্থভাবে সাহিত্যের জন্য কাজ করে গেছেন। লেখক তৈরিতে তার অবদান ছিল অসামান্য। লেখক তৈরিতে তার অবদান ছিল অসামান্য। তিনি তরুণদের ধরে ধরে লেখা শেখাতেন। সাহিত্যের জন্য তিনি সব ত্যাগ করেছেন, বর্তমানের অনেক বিখ্যাত লেখকের জন্ম তার হাত দিয়ে।
বক্তারা আরও বলেন, তরুণদের পাঠের মাধ্যমেই আন্ওয়ার আহমদ বেঁচে থাকবেন। কারণ, তিনি ছিলেন চিরতরুণ।
উল্লেখ্য, কবি সাংবাদিক সম্পাদক আন্ওয়ার আহমদের জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ বগুড়ায়। তিনি ২০০৩ সালে ২৪ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।