আজ কবি-ছোটকাগজ সম্পাদক ও প্রকাশক রবু শেঠের জন্মদিন। তিনি ১৯৮২ সালের ১০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।
শৈশব পেরিয়ে কিশোর বয়সে নওগাঁয় পদার্পণ। নওগাঁর স্কুল, কলেজেই প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ। পেশায়, গ্রাফিক ডিজাইনার। আত্মকর্মসংস্থান ‘পুনশ্চ’ প্রকাশনা। রবু শেঠ মূলত কবি। এই পর্যন্ত তার প্রকাশিত কবিতার বই ৩টি। এগুলো হলো: নিসর্গের ঢোল (২০০৮), ঈশ্বরের ক্যামেরা (২০১৪) ও তেজপাতার অরণ্যে (২০১৬)।
নওগাঁ জেলা শহর থেকে ২০০০ খ্রিষ্টাব্দে রবু শেঠ শুরু করেন ছোটকাগজ ‘পুনশ্চ’ সম্পাদনা। তিনি গত ২৪ বছর ধরে‘পুনশ্চ’ সম্পাদনা করে আসছেন।
ছোটকাগজ ‘পুনশ্চ’ সম্পাদনার স্বীকৃতি হিসেবে ২০১০ সালে পেয়েছেন ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’ এবং ২০১৬ সালে পেয়েছেন ‘হারাগাছ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ পুরস্কার। চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৩ ও কবিকুঞ্জ সাহিত্য পুরস্কার-২০২৩।
মন্তব্য