চিন্তাসূত্র ডেস্ক
আজ কথাসাহিত্যিক হারুন পাশার জন্মদিন। তিনি ১৯৯০ সালের ১০ নভেম্বর রংপুর জেলার কাউনিয়ায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করেছেন। এম.ফিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে।
এই পর্যন্ত তার প্রকাশিত উপন্যাস তিনটি। এগুলো উপন্যাস হলো: ‘তিস্তা’ (২০১৭), ‘চাকরিনামা’ (২০১৮) ও ‘বদলে যাওয়া ভূমি’ (২০২১)। এছাড়া লিখেছেন, ‘হাসান আজিজুল হকের গল্পে নিম্নবর্গের জীবন’ ও ‘আসাদুজ্জামান নূর: জীবনমঞ্চের অধিনায়ক।’
সম্পাদনা করছেন ‘পাতাদের সংসার’ নামে বিশেষ আয়োজন-ভিত্তিক পত্রিকা।
হারুন পাশা কথাসাহিত্যে পেয়েছেন ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৮’ ও ‘শওকত ওসমান সাহিত্য পুরস্কার ২০১৯’।
মন্তব্য