পাচার
ওভার এবং আন্ডারে আজ
হাজার কোটি হচ্ছে পাচার
সঙ্গে আছে হুন্ডি এবং
ভিওআইপি নামের আচার।
.
সেই আচারটা চাটছে তারা
জানায় গ্লোবাল ফিনানন্সিয়াল
গর্তে বসে দিব্যি আছে
বাংলাদেশি হাজার শিয়াল।
.
সব শিয়ালের একই রা তো
এই কথাটা আমরা জানি
যারা আছেন সরকারে আজ
এই বিষয়ে দেবেন বাণী?
বাজেট সংক্রান্ত
বাজেট হলে
সরকারি দল কয়,
এমন বাজেট হয় না রে ভাই হয় না
তাই তো তা বিরোধীদের সয়না
(আসলে তা সত্যি কথা নয়।)
.
বাজেট হলে
বিরোধী দল বলে,
গরিব মারার বাজেট হলো ভাই
এবার তো আর বাঁচার উপায় নাই
(আসলে তা আন্দোলনের ছলে।)
.
সরকারি দল পক্ষে বাজায় ঢোল,
বিরোধী দল করে গণ্ডগোল।
.
রাজনীতির দুষ্ট চক্রে
হাবুডুবু খাচ্ছে তো দেশ
উন্নয়নের রাজনীতিতে
অর্থনীতির অবস্থা শেষ।
.
দুষ্ট চক্র ভাঙে না তো
এগোয় না দেশ আলোর পথে
মানুষজন তো ভাবছে শুধু
এগিয়ে যাবে স্বপ্ন রথে।
.
নেতা এবং নেত্রী দেখেন স্বপ্ন আবার অন্য,
সে স্বপ্নটা নয় তো দেশের জনগণের জন্য!
বাজেট পরিকল্পনা হয় সত্যি,
সে সব আবার খেয়ে ফেলে দত্যি।
জনগনের স্বপ্ন তাই বাস্তবায়ন হয় না,
জনগণের ভাগ্যে শুধু উন্নতিটাই সয় না।
তুমি
হেঁটে যদি যাও তুমি শ্লথ পদক্ষেপে
বিষণ্নতা ছুঁয়ে থাকে পাতায় পাতায়,
তোমার চাহনি ছুড়ে বিদ্যুতের তীর
এ পৃথিবী ডুবে থাকে ঘোর তমসায়।
দীঘল চোখের কোলে যদি জমে জল
বৃষ্টিতে সয়লাব স্থল ও আকাশ,
শাপলার কুঁড়ি সব মুখ বুজে থাকে
অজস্র ব্যথায় নুয়ে থাকে শুভ্র কাশ।
অবগুণ্ঠনে যদি থাকো তুমি স্থির
নদীর প্রবাহে জমে শ্যাওলা জঞ্ঝাল,
পৃথিবীর চলাচল গতিহীন হয়
অদৃশ্য বন্ধনে বাঁধা পড়ে মহাকাল।
তোমার জন্য বিকেল সন্ধ্যে রাত
তোমার জন্য অপেক্ষাতে একটা বিকেল যায় কেটে যায়
গলির পরে গলি হাঁটি সন্ধ্যের কাছে বিকেল হারায়।
বুকের ভেতর কষ্ট জমে গেলো কোথায় দ্বীপান্বিতা
ড্রয়িং রুমে আঁধার জমে সময় শুধু যায় যে বৃথা।
হঠাৎ করেই আলোর ঝলক বুকের ভেতর ভালো লাগা,
মেঘ জমানো আকাশ ছিড়ে সুর্য রশ্মি হঠাৎ জাগা।
আলো ছড়াও অন্ধকারে ঝলকে ওঠে দাঁতের সারি
অপেক্ষাতে, অভিমানে, কষ্টে ছিলাম প্রিয় নারী।
কথায় কথায় রাত্রি বাড়ে স্মৃতির দুয়ার যায় যে খুলে
তোমার চোখের আলো দেখি বিশ্ব ভূবন যাই যে ভুলে
বিদায় বেলা এগিয়ে আসে বিষন্নতা যায় ছুঁয়ে যায়
বাষ্প জমে কণ্ঠে তোমার হৃদয় কাঁপে অপূর্ণতায়।
আবার কবে দেখা হবে তা জানি না দ্বীপান্বিতা
হৃদয়জুড়ে বসত তোমার জানো কি তা প্রিয় মিতা?
এই শহরে নেই
ভোরের বাতাস বললো আমায় এই,
সে এখন আর এই শহরে নেই।
কাল সে ছিলো বিকেল বেলা
হাওয়ার সাথে করলো খেলা
ঘুম থেকে আজ উঠে হারাই খেই
সে এখন আর এই শহরে নেই।
কাল বিকেলেও দেখেছি সে
ফুল বাগানে দাঁড়িয়ে আছে
কে জানতো কালই দেখা শেষ,
যখন তাকে দেখতে পেতাম
কোথায় যেন হারিয়ে যেতাম
নেইতো এখন তার সে হাসির রেশ।
ভোরের বাতাস বললো এসে এই
সে এখন আর এই শহরে নেই।