নখ
মাঘের দুপুর এলে কমে আসে
হাহাকারী অশ্লীলতা;
কারো নাভির গন্ধ পাই চোখে—
দুপুরের নষ্টামীটুকু রেখে দেই পকেটে;
ফাল্গুনে তার খামচি পড়ে থাকে আমার পিঠে।
ফানুসপাঠ
তোমার বাজিকর চোখ রাতের ছাই;
অনুগত ঘোড়ার মত বুকের একপাশে বাধিয়ে রাখো
পালাবার ঘড়ি;
পালিয়ে যাবে কোথায়? মরুর বনে ? বনের দেশে?
চেয়েছ, একটা সমুদ্র কাধে নিয়ে হয়ে যাই জলপোকা;
মেয়ে, মুখস্ত করো, ফানুসপাঠ;
দেখবে—তারারাও হয়ে যাচ্ছে রাতের বেশ্যা।
দুরুত্বের বর্ণমালা
বুকে জমানো এক কৈাটা আলো
অকাস্মাৎ ছেড়ে গেছে হাতের নাগাল,
পিঠে ফেলে ছেঁড়া ছেঁড়া অন্ধকার
বুকে বিধে দিয়েছে বেদনার আলপিন।
ভাষা-বানানরীতি-সম্পাদনা: লেখক
মন্তব্য