জেমকন সাহিত্য পুরস্কার ২০১৬ পেয়েছেন মঈনুল আহসান সাবের ও জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন মোস্তাফিজ কারিগর। শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ঢাকা লিট ফেস্ট থেকে এই পুরস্কার দেওয়া হয়।
মঈনুল আহসান সাবের তার উপন্যাস ‘আব্দুল করিম যে কারণে মারা গেল’ ও মোস্তাফিজ কারিগর তার পাণ্ডুলিপি ‘বস্তুবর্গ’-এর জন্য পুরস্কার পান।
এবার জেমকন সাহিত্য পুরস্কারে মূল্য বাড়িয়ে আট লাখ টাকা করা হয়েছে। একইসঙ্গে তরুণ কথাসাহিত্য পুরস্কারের মূল্যমান করা হয়েছে দুই লাখ টাকা।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন কবি শামীম রেজা।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি নিয়ে বলতে গিয়ে মঈনুল আহসান সাবের বলেন, ‘পুরস্কার পেলে আনন্দ পাই সত্যিই। তবে না পেলে হতাশ হই না। তবে এটুকু বলতে পারি জীবনে প্রথম পাওয়া সেই সময়কার স্বনামধন্য ফিলিপস পুরস্কার পাওয়ার মতোই আনন্দ পেয়েছি।
মোস্তাফিজ কারিগর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘পুরস্কার বড় কাজ করার অনুপেরণা দেয়। আমার জন্য এটি খুব বড় অনুপ্রেরণা।’
মন্তব্য