আজ ১৬ নভেম্বর, আজ চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের আজকের এই দিনি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শৈশবে নাটকে অভিনয় ও নাট্যনির্দেশনা দিয়েছেন। তবে পেশাগত জীবন শুরু করেছেন কমার্শিয়াল আর্টিস্ট হিসেবেই।
তার পরিচালিত ও অভিনীত প্রথম ছবি‘সুতরাং’।
১৯৭৭ সালে ‘বসুন্ধরা’ ছবির জন্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুভাষ দত্ত। এরপর ১৯৯৯ সালে একুশে পদক অর্জন করেন তিনি।
সুভাষ দত্ত অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো রাজধানীর বুকে, সূর্যস্নান, চান্দা, তালাশ, নতুন সুর, রূপবান, মিলন, নদী ও নারী, ভাইয়া, ফির মিলেঙ্গে হাম দোনো, ক্যায়সে কাহু, আখেরি স্টেশন, সোনার কাজল, দুই দিগন্ত, সমাধান প্রভৃতি।
মন্তব্য