গান লেখার জন্য তৃতীয় বার ‘স্টান্ডার্ড চার্টার্ড-দি ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ লিরিক অ্যাওয়ার্ড ২০১৬’ পেতে যাচ্ছেন বরেণ্য গীতিকার তপন বাগচী। এর আগেও তিনি ২০১৩ এবং ২০১৪ সালেও একই পুরস্কারে ভূষিত হন।
আগামী ২২ নভেম্বর সন্ধ্যা ৬ টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন তপন বাগচী। বর্তমানে তিনি বাংলা একাডেমীতে কর্মরত আছেন।নব্বই দশকের কবি তপন বাগচী এখন নিয়মিত গান লিখছেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার তিনি। স্টান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ এওয়ার্ড পেয়েঝেন তিনবার। ঋষিজ শিল্পীগোষ্ঠী সম্মাননা পেয়েছেন গান লেখার জন্য। তাঁর গানে কণ্ঠ দিয়েছেন ফকির আলমগীর, কিরণচন্দ্র রায়, চন্দনা মজুমদার, অণিমা মুক্তি গমেজ, সঞ্জয় রায়, সুমন রাহাত, বাসুেদব বিশ্বাস বাবলা, শ্যামলকুমার পাল, এলিটা করিম, নিপো, নির্ঝর চৌধুরী, সঞ্জয় মণ্ডল, শান্তা সরকার, দেবদাস চৌধুরী, তুলিকা ঘোষ চৌধুরী, নূসরাত নূরিতা খন্দকার, লিঠু মণ্ডল, জাকির শাহ প্রমুখ শিল্পী।
বাঙালির চিরায়ত লোকসংগীত নিয়ে তাঁর একাধিক গ্রন্থ ও গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সংগীতবিষয়ক গ্রন্থের মধ্যে ‘বাংলাদেশের যাত্রাগান: জনমাধ্যম ও সামাজিক পরিপ্রেক্ষিত’, ‘চলচ্চিত্রের গানে মোহাম্মদ মনিরুজ্জামানের অবদান’, ‘লোকগানের খোঁজে’, ‘লালন মতুয়া ও লোকসংগীত সন্ধান’, ‘রাধারমণের গান’, ‘লালন হাসন ও রাধারমণের নির্বাচিত গান’, ‘লোকগানের খোঁজে’, ‘বুকের ভেতর বসত করে’, ‘কলঙ্ক অলঙ্কার হইলো’, ‘দিয়েছি এই বুকের আসন’ উল্লেখযোগ্য। আগামী বইমেলায় বেরুবে তাঁর গানের আরো তিনটি সংকলন।