মজিদ স্যারের ক্লাস
হঠাৎ সেদিন দীপ্ত করল
চিত্রনাট্য ফাঁস!
বিষয়টা খুব ইন্টারেস্টিং
মজিদ স্যারের ক্লাস।
আমরা যখন পড়া বলি
স্যার চলে যান ঘুমে
সবাই তখন ব্যাস্ত খেলায়
স্টেডিয়াম রুমে।
কেউ বসে খুব গল্প করে
ধাঁধা খেলে কেউ
স্যার হয়তো ঘুমের দেশে
খেলছে খেলা সেও।
ছোট্টবেলার খেলার জয় বা
কৌতূহলী সুখে
পরিতৃপ্তির হাসির আভা
মজিদ স্যারের মুখে।
হঠাৎ যখন ঘণ্টা পড়ে
স্যারের টুটে ঘুম
আমরা তো সেই ব্যস্ত খেলায়
স্টেডিয়াম রুম।
এই পড়া বল—স্যারের হুঙ্কার
পকেটে ক্যান হাত?
খিলখিলিয়ে হাছিস ক্যান
মাজিসনি আজ দাঁত?
পরের অধ্যায় পড়ে আসিস:
স্যার দেন যেই হাঁটা
কষ্ট মনে পেছন থেকে
স্যারকে জানাই টা টা।
স্বপ্ন
নিশ্চুপ রাত আলো ঝলমল
বনস্থির
অবাধ্য মন পড়াতে নেই
মনস্থির।
মনস্থির হয় পাশের বনে
ঘাসের বনে—
আলো জ্বাললে জোনাক
দোয়েল পাখি মিষ্টি সুরে
দু-একটা গান শোনাক।
আকাশ ভরা তারা
আমায় ডাকে দাঁড়া
কোথায় যাচ্ছ? আমরা আছি
ঘুম জাগা পাহারা।
আমার আশেপাশে
মুখ টিপে কেউ হাসে!
পাগল করে বেলী ফুলের
সুগন্ধ উচ্ছ্বাসে।