তোমার জন্য
ভালোবেসে আমার হাতে
রাখো যদি হাত
তোমার হাতে এনে দেব
নীল আকাশের চাঁদ।
ইচ্ছে করেই আবির হব
রাঙিয়ে দেব শাড়ি
চাইলে তুমি দু’জনে মিলে
চাঁদে করব বাড়ি।
তোমার জন্য ওজা হব
দেখাবো না মুখ
তোমার দুখের বিষ পিয়ে সব
এনে দেব সুখ।
তোমার জন্য হতে পারি
আমি দানের পাশা,
দাও যদি গো ঠোঁটের কোণে
একটু ভালোবাসা।
প্রেম
তুমি পাশে থাকতে কেন সময় কাটে অপেক্ষায়
দিনের আলোয় যেমন-তেমন রাত কাটে খুব যন্ত্রনায়?
পাই না ভেবে ক্যামনে তুমি ঘুমাও বালিশ চেপে
বারুদভরা শরীর আমার উঠে আরও ক্ষেপে।
বৈশাখী ঝড় যায় বয়ে যায় তখন আমার মনে
ইচ্ছে জাগে জড়িয়ে ধরি তুমুল বিস্ফোরণে।
তুমি জানো সময় গেলে সূর্যও যায় দূর
তখন কিন্তু চাইলেও আর পাবে না রোদ্দুর?
বলেছিলে পড়ন্তদিন যেমন অনুভব-
শরীরবিহীন প্রেম কখনো হয়েছে সম্ভব?
মন্তব্য