আজ ১৬ অক্টোবর, আজ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মদিন। ১৯৫৬ সালের আজকের এই দিনে তিনি বাবার কর্মস্থল ভোলায় জন্মগ্রহণ করেন।
উইকিপিডিয়ার তথ্যমতে, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মূল বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেখালি গ্রামে। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম। ঢাকা ওয়েস্ট এ্যান্ড হাইস্কুল থেকে ১৯৭৪ সালে এস এস সি এবং ঢাকা কলেজ থেকে ১৯৭৬ সালে এইচ এস সি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ সালে সম্মানসহ বি এ, ১৯৮৩ সালে এম এ ডিগ্রি লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো: উপদ্রুত উপকূল (১৯৭৯), ফিরে পাই স্বর্ণগ্রাম (১৯৮২), মানুষের মানচিত্র (১৯৮৪), ছোবল (১৯৮৬), মৌলিক মুখোশ (১৯৯০)। ছোটগল্পের বই ‘সোনালি শিশির’। নাট্যকাব্য: ‘বিষ বিরিক্ষের বীজ’। কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার (১৯৮০)।
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা। জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক। ১৯৭৫ সালের পরের সবকটি সরকারবিরোধী ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৯১ সালের ২১ জুন রুদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন।
মন্তব্য