‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র উৎসব ২০১৬’-এর শ্রেষ্ঠ চলচ্চিত্রনির্মাতার পুরস্কার পেয়েছেন সাদাত হোসাইন। তিনি তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য শ্যুজ’-এর জন্য এই পুরস্কার লাভ করেন।
২ অক্টবর থেকে শুরু হওয়া এই উৎসবের মূল পর্বে প্রদর্শনের জন্য স্থান পায় ৮৪টি চলচ্চিত্র। দেশের ৬৪টি জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হয় সিনেমাগুলো। পুরস্কার প্রদানের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি জুরি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির বাছাইয়ের মাধ্যমে উৎসবে অংশ নেওয়া স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র থেকে উভয় শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার দেওয়া হয়।
গত ০৮ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কারের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ১ লাখ টাকা করে ২ জনকে ২ লাখ টাকা এবং শ্রেষ্ঠ নির্মাতাকে ৫০ হাজার করে ২ জনকে ১ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া রয়েছে ক্রেস্ট ও সনদপত্র। বিশেষ জুরি পুরস্কারপ্রাপ্তকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এছাড়া যে সব চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছে, সে সব চলচ্চিত্রের নির্মাতাকে সনদপত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাদাত হোসাইন এরআগে তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বোধ’-এর জন্য জিতেছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।
মন্তব্য