আজ ৩০ সেপ্টেম্বর, আজ জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার জন্মদিন। ১৯৪৯ সালের আজকের এই দিনে বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার জেলার পোকখালী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কবিতার পাশাপাশি কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ, লোকসংস্কৃতি, মেধাস্বত্ব, নন্দনতত্ত্ব ও অনুবাদসহ সাহিত্যেও তিনি সদর্পে আপন প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।
এ পর্যন্ত তাঁর উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থাবলি হলো, জন্মজাতি (১৯৯৪), মৈনপাহাড় (১৯৯৫), রবীন্দ্র প্রকৃতি ও অন্যান্য, সাত্ ও অন্যান্য, সাত ভাই চম্পা, শুক্লা শাকুন্তলা, আমি একটি খাস প্রজাপাত্র চাই, শোভাজাত্রা দ্রাবিড়াভ প্রতি, আমরা তামাটে জাতি প্রভৃতি।
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন, যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৩), আবুল হাসান কবিতা পুরস্কার (১৯৮৩), আলাওল পুরস্কার (১৯৮৫), আওয়ামী শিল্প সংবর্ধনা (১৯৮৭), বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৮), কক্সবাজার পদক (১৯৮৯), মহাদিগন্ত সহিত্য পু্রস্কার, কলকাতা (২০০৭)।
মন্তব্য