সাহিত্যের কাগজ প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত। তবে নতুন চিন্তা, আঙ্গিক ও ভাবধারার কাগজ কমই বের হয়। সৃজন ও মননের দৈন্য দশা এবং নানা ধরনের সীমাবদ্ধতা এক্ষেত্রে কাজ করে। নতুনভাবনা, দৃষ্টি ও আয়োজন নিয়ে নতুন একমাত্রা প্রকাশিত হয়ে আসছে নিয়মিত। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর শরৎ সংখ্যা।
শরতের নীল-সাদা-সবুজের মিশ্রণে প্রচ্ছদ হয়ে উঠেছে নান্দনিক। প্রচ্ছদ রচনা ‘শরৎ: সমুজ্জ্বল শুভ্র’। লিখেছেন সাযযাদ কাদির। প্রবন্ধ শুরু হয়েছে আবুল কাসেম ফজলুল হকের অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা ‘আমি প্রেমধর্মের কথা বলতে চাই’দিয়ে। অন্যান্য প্রবন্ধের মধ্যে আছে সাইফুল আলমের ‘বাংলার জাগরণ: বিবেচনা-পুনর্বিবেচনা’, আহমেদ মাওলার ‘সেলিম আল দীনের হাতহদাই: উপকূলীয় অঞ্চলের মানুষেরা’, সরদার আবদুর রহমানের‘বাংলা সাহিত্যে পদ্মার সেকাল-একাল’, মজিদ মাহমুদের ‘বাংলা ছোটগল্প: উৎস ও বর্তমান’, শাফিক আফতাবের ‘বাংলাদেশের আঞ্চলিক উপন্যাস: আবহমান স্থানিকতা’। এ সংখ্যার অন্যতম আকর্ষণ নুরুল করিম নাসিমের সম্পূর্ণ উপন্যাস ‘অন্য এক দিন’। একটি গ্রামীণ শ্যামলিমায় এক সন্ন্যাসীর জীবন ও তাকে ঘিরে নানা চরিত্র এবং বিদেশফেরত কিছু চরিত্র ও নতুন আখ্যানের সমন্বয়ে উপন্যাসটি সুখপাঠ্য হয়ে উঠেছে। ছোটগল্প লিখেছেন দীলতাজ রহমান, সোলায়মান আহসান, মুহাম্মদ মহিউদ্দিন ও স্বকৃত নোমান। সালাহ উদ্দীন আইয়ুবের ‘উত্তরাধুনিকতার উত্তরকাল’এবং জাফর তালুকদারের ‘কুসুমিত কারাগার’ ধারাবাহিক রচনা ও ধারাবাহিক উপন্যাস হিসেবে বেশ উপ ভোগ্য।
চিন্তাধারা বিভাগে ‘এডওয়ার্ড ডব্লিউসাঈদের প্রাচ্যবাদ: পূর্ব ও পশ্চিমের ভাবনা ও আমাদের করণীয়’শিরোনামে মুক্তগদ্য লিখেছেন মোহাম্মদ জসিমউদ্দিন। কবিতা লিখেছেন কাজী রোজী, ময়ুখ চৌধুরী, জাহাঙ্গীর ফিরোজ, রেজাউদ্দিন স্টালিন, আসলাম সানী, হাসান আলীম, রেজা ফারুক, সরকার মাসুদ, মামুন সুলতান, বান্দা হাফিজ, ইসহাক আলী, হাসান রুহুল ও রোশনী ইয়াসমীন। গুচ্ছ কবিতা সৃজন করেছেন শিহাব সরকার। বিশ্বসাহিত্য বিভাগে সদরুদ্দিন আহমেদের ‘রবীন্দ্রনাথের উর্বশী, কীটসের Ode on a Grecian Urn ও To Psyche: একটি তুলনামূলক আলোচনা’এবং সায়ীদ আবু বকরের ‘আইরিশ কবিতা: ঐতিহ্যের উত্তরাধিকার’ বেশ সুখপাঠ দু’টি রচনা। অন্যান্য লেখার মধ্যে কাজী মো. মোস্তাফিজুর রহমানের‘ঢাকার মোগল স্থাপত্য শৈলী-২’, সচিত্র ও তথ্যবহুল, চেমন আরার ‘অস্ট্রেলিয়ার মারাকোপা গুহা’ভ্রমণ বেশ আনন্দপ্রদ। পুনর্পাঠে কাজী নজরুল ইসলামের ‘ভাব ও কাজ’লেখাটি নতুন চিন্তার সৃষ্টি করে। ওই নূতনের কেতন ওড়ে বিভাগে নবীন কবিদের কবিতা, পাঠপ্রতিক্রিয়ায় পাঠকের অভিমত ও বই আলোচনায় চারটি গুরুত্বপূর্ণ বইয়ের রিভিউ হয়েছে।
সব মিলিয়ে শরৎ সংখ্যাটিকে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ একটি সাহিত্যপত্র বলা যায়। বিশেষভাবে সাইফ আলির অঙ্গসজ্জা ও অলঙ্করণের নান্দনিকতায় নতুন এক মাত্রা যোগ করেছে পত্রিকাটি। দ্বিমাসিক নতুন এক মাত্রার অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই কামনা রইল।
নতুন এক মাত্রা
সম্পাদক: আল মুজাহিদী
দ্বিতীয় বর্ষ, পঞ্চম (শরৎ) সংখ্যা
মূল্য: ৪০ টাকা