শরৎ এসে ভাসিয়ে দিলো
সাদা কাশের পাল
অবাক আলোয় রাঙিয়ে দিলো
কৃষ্ণকালো গাল
শরৎ এলো শিরশিরিয়ে
মাতাল হাওয়ার সাথে
নীল আকাশে উড়িয়ে আঁচল
মেঘের পালও মাতে।
কোন সুদূরে বাজায় বাঁশি
শীতের নানান পিঠে
শরত কালে মেঘলা রোদে
হাওয়া ভীষণ মিঠে ।
শরৎ এলেই সাদা কাশের
জোছনা বনে বনে
সাঁঝ আকাশে একলা বেলায়
তুমিই মনে-মনে।
মন্তব্য