লেখাপ্রকাশ সাহিত্য পুরস্কার পাচ্ছেন আট কবি-সাহিত্যিক। শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ৮ জন কবি-লেখকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- বুলবুল খান মাহবুব (কবিতা), শওকত মোমেন শাহজাহান (মরণোত্তর কবিতা), নাজির হোসেন (উপন্যাস), সালেহ আহমাদ (ছোটগল্প), খালেদা বেগম (বড়গল্প), আফরোজা পারভীন (শিশুসাহিত্য), খান মোহাম্মদ খালেদ (ছড়া), ড. হারুন রশীদ (প্রবন্ধ), জুলফিকার হায়দার (গবেষণা প্রবন্ধ), নীহার সরকার (কলাম), মাসুম ফেরদৌস (গীতিকবিতা), সালমান মেহেদী তিতাস (সায়েন্স ফিকশন), মধুস্বিনী মোহনা (অনুবাদ), লুৎফর চৌধুরী (ভ্রমণসাহিত্য), তারিক ফেরদৌস খান (প্রচ্ছদসাহিত্য), খান মাহবুব (পলল, প্রকাশনা)।
সাহিত্যিক ও গবেষক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুদ্ধিজীবী-লেখক কামাল লোহানী।
উদ্বোধন করবেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফাদার বেঞ্জামিন কস্তা সিএসসি। বিশেষ অতিথি থাকবেন কবি রবিউল হুসাইন, প্রাবন্ধিক-গবেষক মোহাম্মদ আব্দুল মজিদ, বিটিভি’র পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ। প্রধান আলোচক থাকবেন কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ আলোচক থাকবেন কবি আমিনুল ইসলাম, মাহমুদ কামাল, কথাসাহিত্যিক ড. শাকির সবুর ও ড. মুহাম্মদ জমির হোসেন।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান (অবসরপ্রাপ্ত), খিলখিল কাজী, খুরশীদ আনোয়ার জসীমউদদীন, কবি ফাদার অমিয় মিস্ত্রী, ডা. সাইফুল ইসলাম স্বপন, হাসরত খান ভাসানী, অর্ক হাসান ও কবি ইমরুল কায়েস।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন লেখাপ্রকাশের স্বত্বাধিকারী কবি বিপ্লব ফারুক।
লেখাপ্রকাশ প্রবর্তিত পুরস্কারগুলো হচ্ছে- নজরুল সাহিত্য পুরস্কার, জসীমউদদীন সাহিত্য পুরস্কার, ভাসানী সাহিত্য পুরস্কার, চে-গুয়েভারা সাহিত্য পুরস্কার, মাদার তেরেসা সাহিত্য পুরস্কার, শামছুল হক সাহিত্য পুরস্কার, শাহরিয়ার হাসান সাহিত্য পুরস্কার ও শিশু কবি রকি সাহিত্য পুরস্কার।
মন্তব্য