পুঁজির দুনিয়া
আমার ভুবন ঘিরে ভোর আসে, আর আসে সন্ধ্যা
মাঝখানে সারাদিন ঝলমল করে
মাঝখানে সারারাত হাহাকারে ঘুমহীন কাটে।
পৃথিবী একটি ধাঁধা, ছলনার নাম রাষ্ট্রযন্ত্র
নাগরিকে নাগরিকে অবিশ্বাস, সন্দেহে সন্দেহে
কেটে যায় দিন মাস বছর বছর।
ধর্মগুলো বেনিয়ার পুঁজি,
যার যত বিনিয়োগ বুদ্ধি, তার তত মুনাফাও
পুঁজির দুনিয়া আজ ভেসে যায় রক্তের সমুদ্রে।
অবহেলা
অবহেলা এক ধরনের শিল্পকর্ম
যত পারো করে যাও অবহেলা—
মানুষের পৃথিবীতে মানুষই খেলে
ভালোবাসাবাসি আর খুনোখুনি খেলা।
এ আর এমন নতুন কী—
প্রেমিকের হাতে যদি খুন হয় নারী
তাহলে কাকে বিশ্বাস করো তুমি আর
চারিদিকে খুনিদের খোলা তরবারি।
জানি তুমি ভালো বোঝো পৃথিবীর রীতি
তোমার হৃদয় মন পাকা মহাজনি
মুনাফা বিহীন যদি বিনিয়োগী নও
কেন তবে খোঁজো আর হৃদয়ের খনি?
একটি সকাল তবে আসুক এবার
শূন্য করে আমাদের সকলি নেবার।
রান্নাঘর
রান্নাঘর অপছন্দ যাদের তাদের হাতে নাকি
জাদু থাকে। মসলার স্বাদ ভুলে তারা
অন্য এক ব্যঞ্জনায় খাবার করে সুস্বাদু।
এমন বিস্ময়কর তথ্যে যারা আস্থাহীন হন
তারা নাকি চিরকাল পেছনে পস্তান!
তবু রান্নাঘর ভালোবাসে কেউ কেউ আজীবন
তারা অঢেল সময় পার করে এসে
জীবন ও শিল্পের মানে খুঁজে হয়রান হন।
কেউ কেউ শিল্প খোঁজে ভাতঘুমে, কেউ কেউ স্নানে
আর কেউ নিষিদ্ধ সঙ্গমে!
এভাবেও শিল্পের মানে খোঁজা যায়
এভাবেও জীবনের আবাহন জাগে
এভাবেও মানুষ ও শিল্পীর ভেদ মুছে যায়।
কথা ছিল, রান্নাঘর সম্পর্কিত কিছু তথ্য দেব।
বিপরীতে অনর্থক প্রলাপ বকেছি
আসলে রান্না শিল্পের কলাকৌশলও
ভালো বোঝে পাচকেরা, স্বাদ বোঝে ভোজনরসিক।
আমি এই দুইয়ের কোনোটাই নই;
তাই রাতে হাত কেটে ফোন করি যাকে
সেও ভাবে আমাকে বেকুব।
অতএব, রান্নাঘরবিষয়ক গবেষণা আপাতত থাক।