দেখেছি অনেক বৃক্ষ কিছু তার হতাশার ঝড়ে
কালের ধুলির মতো মিশে গেছে আকাশের নীলে
দেখিনা তাদের আমি কবিতার উদগ্র মিছিলে
তুমিতো একাই শুধু লিখো নাম রূপালি আখরে
দেখেছি অনেক বৃক্ষ কিছু কিছু কালান্তর ঝড়ে
ডুবে গেছে পদচিহ্ন পোতাশ্রয়ে খালে আর বিলে
এখন কবিতা নেই কেহ কেহ বিমর্ষ নিখিলে
বেখবরে পড়ে থাকে ছন্দহীন লাশ কাটা ঘরে
স্মৃতির ফলক নিয়ে করপুটে তুমি আর আমি
হেটে গিয়ে দ্বিধাহীন পৃথিবীর তল্লাটে তল্লাটে
খুজেঁ ফিরি খুদকনা। কারো কারো এর চেয়ে দামি
হয়তো কিছুই নেই শস্যশূন্য জীবিকার মাঠে
তোমার কলম হোক নিরন্নের তীক্ষ্ণ তলোয়ার
নিরক্ত স্বদেশে ফের জ্বলে উঠো মিনতি আমার।
মন্তব্য