বন্ধু
বন্ধু বাজায় মোহন বাছি
নাইককা কোনো সুর
ডাকলে আমি কেমতে যামু
বাড়ি ভীছন দূর!
বন্ধু তুমি ডাইকো না গো
পরান জ্বালাপালা
ছুন্দর মানুষ খুঁইজা ফিরি
তুমি দেখতে কালা।
ইতিহাস
সেনের পরে পালরা ছিল
কেমতে জানব দাদায়?
রছুন বেশি ঝাঁঝ আছিল
না, ঝাঁঝ আছিল সব আদায়?
দাদায় বেশি হুককা খাইতো
নানায় খাইতো পান
বাবায় যদি পুঁথি পড়তো
মায়ে গাইতো গান।
সেনরা করছে রাজার ছাসন
পালরা লিখছে গান!
ইতিহাসটা বুইঝা লইতে
বাইরায় গেলো জান।
ঢাকা
চকবাজারে চক পাইবা না
কছমেটিকের বাহার
রোজার মাছে গেলেই দেখবা
রকমারি আহার।
হাতির ঝিলে হাতি নাইককা
বিছাল ছপিংমল
টেকা পয়ছা লুইটা নিবো
কেমতে করে ছল!
আমিনবাজার মিল নাইককা
বিছাল গরুর হাট
গাড়ির বন্যায় তলায় গেছে
ঢাকার রাস্তা ঘাট।
ওই মতি ঝিলে ছাপলা আছে
ঝিলে নাই আর জল
ঢাকা বড় ছুন্দর ছহর
আনাচকানাচ ছল!
মন্তব্য