তেলাপোকা বলে ওঠে, প্রজাপতি ভাই
তোমাদের কেন তবে দলবল নাই?
দেখো তো আমরা কত দলেদলে উড়ি
ঝাঁক বেঁধে চলি আর দলবেঁধে ঘুরি।
তোমরা তো বেমানান আজকের যুগে
দলবাঁধা ছাড়া কেউ টেকে না হুজুগে।
সব শুনে প্রজাপতি বলে, ‘তেলাপোকা
তোমাদের কাজ ওড়া, থাকা থোকাথোকা।
বীরদের কাজ হলো একা পথ চলা
যাহা কেউ কয় নাই, তাহা শুধু বলা।
আমি তাই থাকি একা, ঘুরি একা-একা
দল নয়, পাখনায় আঁকি রং-রেখা।
মন্তব্য