কষ্টটাকে ছড়িয়ে দিলে হাওয়ায়
আবার আসে ফিরতি দমে ফিরে;
সুখটা উড়ে সামনে থাকা রোদে
অথবা সে মাড়িয়ে সিঁড়ি ভিড়ে।
কষ্ট হলো পকেট থেকে ফাঁকা
হাতটা এনে না-চুকানো বিল,
অথবা সে বাড়ি ভাড়ার দিনে
লেকের পাশে পালিয়ে থাকা চিল।
কষ্ট হলো মাস পেরোনো রাতে
জ্যোৎস্না দেখে গা ঘিন ঘিন করা,
অসহ্যটা তুমুল শক্তি নিয়ে
মনকে আর্ও বিষণ্নতায় ভরা।
কষ্ট হলো প্রিয়ার কাছে মুখ
কুঁচকে বলা—না পারি না আর…
বুকের মাঝে বৃহৎ পাহাড় রেখে
কুড়িয়ে নেওয়া লাল হাসিটা তার!
কষ্ট এলে বিষিয়ে ওঠে মন,
অথবা এক প্রশ্নবাণে দেখা
আয়নাতে মুখ কিংবা মুছে জল;
সব এড়িয়ে থাকা একা একা!
কষ্ট এলে অনেক সাগর নদী,
ভাল্লাগে না কারও কোনো কথা;
তুচ্ছ করে যুদ্ধে যাওয়া দিন—
উষ্টা মেরে ভাঙি সকল প্রথা!
কষ্টগুলো বরফ হয়ে জমে
অথবা সে জমাট বেঁধে মনে
ভেতরটাকে কুরে-কুরে খায়;
দ্বিধার দাহে পোড়ায় ক্ষণে ক্ষণে।
সামনে এলে বন্ধু কিংবা নারী
অথবা কেউ তুমুল স্বপ্নবাজ—
এক তুড়িতে তুচ্ছ করে তাকে
বলি শুধুই সুখ দিলে দাও আজ।