তাসেরও দান
অধৈর্য তুমিও!
. বেসামাল হয়ে—
. স্যান্ডেলের ফিতে ছিঁড়ে ফেলছো!
হাতব্যাগ থেকে হাততালি বের হয়
ধেড়ে ইদুঁরেরা কাছাকাছি—বাছাবাছি নেই!
ঘোড়ার উচ্চতা নির্ণয়ের জন্য—
. ঘোড়ার আরোহী ঘোড়া থেকে নেমে
ঠেলাগাড়ি চড়ে—
বায়নার কুকুর ধরেছে—সে কিভাবে
. উচ্চতা মাপতে পারে?
যাদুকর তার ঘাড়ে।
রায়বাহাদুরের বাড়িতে যাওয়া তার লক্ষ্য!
অনুগত হলে—থলে নিয়ে
. তুমিও নাগাল পাবে
পথপঞ্জি—তাসেরও দান!
. গান গেয়ে ঘুমোতে পারবে!
অনুকার
মনে হয়—ধনুকের জ্যা টেনে ছেঁড়ে দেই
তরল পদার্থ টকবগ করে ফুটছে
. আমার ভেতর
মনে হয় মঞ্চ-চূড়া ধসে দিই
মন্ত্রমুগ্ধ হয়ে
টপ্পাবাজদের টপ্পা শোনার মানে নেই
চারা রোপণের চেয়ে বাদ্য বেশি
তাঁতযন্ত্রে তাঁত না বুনে বুনছে হিংস্রতা
অন্ধকার গ্রাস করছে ঝুলনপূর্ণিমা!
চুরুটফোকার বৈঠকিমেজাজ নিয়ে
টালমাটাল হবার জন্য—
. পতনের অনুকার হয়ে
আর একবার স্থানচ্যুত হবো?