দমকা হাওয়া স্মার্ট বসন্তকে চিঠি লিখলে
পড়ার সময় কই—মডার্ন রাধাচূড়াও
তাই ইচ্ছেগুলো পাঠিয়ে দিল ইংরেজি হরফেই।
দুহাতের তালুতে দেখে প্রিয় মুখের ছবি
আলতো ছোঁয়া—আলগা বোতাম, নিবিড় চোখ
অনুরাগে মাখামাখি।
শুনব ফাগুন, গীতবিতান—সঞ্চয়িতার পাতায়
মাখব ফাগুন, আবির রঙে লুকোচুরি খেলায়।
পাঠিয়ে দিলাম ভিজে পাতার গন্ধ মাখা একমুঠো রোদ,
ই-মেলেই চলে গেল—মন কেমনের আমোদ।
অ্যান্টিএজিং বসন্ত তোমায় দেখলে যে কমে যায় বয়স দশবছর
রূপালি রেখা লুকিয়ে সাজি হলুদ ঢাকাই, লাল টিপে,
আর হ্যাঁ কাজল পরতে ভুলি না ধ্যাবড়ে যাবে জেনেও—
উফফ্ একটু ওয়েট করো আবার অফ নেট—
প্রতীক্ষা এজ মিরাকল অ্যান্টিঅক্সিডেন্ট।
ওয়েব ক্যাম অন— কৃষ্ণচূড়ার স্ক্রিনে—রাধাচূড়া শুধুই মুচকি মুচকি হাসে।
মন্তব্য