স্পর্শ
একবালতি
জল চুপচাপ ছিল, ভরপুর
তুমি এসে
একফোঁটা নিজেকে ছিটিয়ে দিলে, ভরদুপুর
পুরো নিশ্চুপে
এখন এক তরঙ্গ বয়ে চলেছে ক্রমাগত
গোলাকৃতি
উৎস স্থল তোমার বৈদ্যুতিন স্পর্শ
কিছু
কিছু না বলা কথা আজ নিম্নচাপ
কিছু নিম্নচাপ আজ সাইক্লোন
কিছু সাইক্লোন আজ বিধ্বংসী
এক ধ্বংসী ভূতমন আজ চুপচাপ আমি
কিছু স্বপ্ন আজ পেয়েছে স্বাধীনতা
কিছু স্বাধীনতা আজ উড়ছে আকাশে
কিছু আকাশযান আজ ভিন্নগ্রহে
এক ভিন্ন গ্রহের প্রেয়সী তুমি
মন্তব্য