স্বস্তিক
তেল-সিঁদুরের সংমিশ্রণ
অনামিকা
ম্যাজেন্ডা নখ
রয়্যাল ইমালসন দশ-ফিট
রিমুভার
তুলো
চুঁইয়ে পড়ছে ধৈর্যরা
জেগে আছ ঘুমকাতুরে?
কত বাড়াভাতের মুখে ছাই রোজ
কত সজোরে লাঠি অসহায় পাঁজরে
টের পেয়েছ কি সেসব কখনো
জেগে আছ ঘুমকাতুরে ?
কত বুটেদের মিছিল দাপাচ্ছে আজও
ছিটিয়ে স্পর্ধার রেণু ফুলেদের মৃতদেহে
তবু কেন নিশ্চুপ, এত বিকারহীন
জেগে আছ ঘুমকাতুরে?
মোহনা
মোহনা কেঁদেছে শৈশবে
একবার মেলায় রঙিন ফিতে বায়না করায় গরম খুন্তি আছড়ে পড়েছিল ওর কাঁচা পিঠে
মোহনা কেঁদেছে যৌবনে,
প্রায়শই ওর স্কুলফেরত সাইকেলের পথ আটকে দাঁড়াত তিনচারটি কালচে ঠোঁট
মোহনা কেঁদেছে বার্ধক্যে,
অকেজো কোমরে শেষজীবনে ওর স্থান হয়েছিল এক বৃদ্ধাশ্রমে
মন্তব্য