স্বপ্নের দেশ
স্বপ্ন নিয়ে বাঁচি সবাই
স্বপ্ন নিয়ে মরি
স্বপ্ন দিয়ে আমদের এই
সোনার স্বদেশ গড়ি
বারো মাসে ছয়টি ঋতু
আনে কতো রূপ
দেখে বলো মনটা কারে
থাকতে পারে চুপ
ফুল ফল শস্যদানার
মাতাল করা ঘ্রাণে
কত না সুর ভেসে আসে
ফুল পাখিদের গানে
মিটিমিটি জোনাকিও
জ্বালায় তারই আলো
আলোর নাচন রাতের গায়ে
কত্ত লাগে ভালো
বাংলা মায়ের ছবিখানি
দেখে দেখে কবি
ছন্দ-ছড়ার তালে তালে
শব্দে আঁকে ছবি।
নকশিকাঁথা বোনা
একটি পাখি সাদা এবং
একটি পাখি কালো
একটি পাখির মাথায় ঝুঁটি
দেখতে লাগে ভালো
একটি পাখি সবুজ এবং
একটি পাখি নীল
একটি পাখি লম্বা ঠোঁটে
দখল করে বিল
একটি পাখি গান যে করে
একটি ডাকে সুরে
ঝাঁকেঝাঁকে কিছু পাখি
আকাশটাতে ওড়ে
শীত এলেই না না রঙের
পাখির আনাগোনা
বাংলাদেশের বুকে রে ভাই
নকশি কাঁথা বোনা।
মাছের দুঃখ
চুনোপুঁটির দোস্তি হলো
রুই কাতলার সাথে
তাইনা দেখে শিং মাগুরের
ঘা লেগে যায় আঁতে
টেংরা লেজে গুঁতো মেরে
বলছে অবশেষে
কলিকালে কতো কিযে
দেখবো আরো দেশে
সবার চেয়ে দামি পাবদা
করছে যে হাসফাঁস
কিছুই কি আর বুঝি নারে
খাই কি কেবল ঘাস
মনের কষ্টে শোল ও গজার
নিচ্ছে মাথায় বাড়ি
এমন হলে সবার সাথেই
নিতেই হবে আড়ি
রাজনীতিতে নেই তো আমি
বলছে ইলিশ মাছ
রাজা আমি তাই তো করি
গভীর জলেতে বাস।