অনলাইনে বইকেনার অনেক প্ল্যাটফর্ম আছে। প্রতিটি প্ল্যাটফর্মেরই রয়েছে নিজস্ব কিছু নীতিমালা। কোনো কোনো প্ল্যাটফর্ম গ্রাহকের অর্ডার পাওয়া মাত্রই বই সরবরাহে যত্নশীল থাকে। কোনো কোনো প্ল্যাটফর্ম সিরিয়াস ধারার বই সরবরাহ করার ক্ষেত্রে গড়িমসি করে। এসব প্ল্যাটফর্মের ভিড়ে আরও একটি অনলাইন প্ল্যাটফর্মের জন্ম হয়েছে। এর নাম ‘বই চাই হাতে পাই’।
উদ্যোক্তারা জানাচ্ছেন, এই প্ল্যাটফর্মে বইয়ের অর্ডার করলে নিশ্চিত ৩০% ছাড়া পাওয়া যাবে। এছাড়া ঢাকার ভেতরে ৪৮ ঘণ্টার মধ্যে বই পৌঁছে দেওয়ার নিশ্চয়তা রয়েছে।
ক্রেতাদের জন্য আরও একটি বিশেষ সুবিধা দিচ্ছে তারা। অগ্রিম টাকা পরিশোধ না করেও বইয়ের অর্ডার করা যাবে। সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতির সুযোগ রয়েছে। এতে গ্রাহক বই হাতে পাওয়ার পর টাকা নগদ কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও পরিশোধ করতে পারবেন।
মন্তব্য