স্পেসশিপ
০১.
মর্মার্থ—তা নয়, যা দৃশ্যত! চার্দিক ঘুরছি—বা চৌহদ্দী
দিন দান তুমি—
আমার নিকটবৃত্ত; একটি ফোকাস
. দাও কাশ
. রেখে ফাঁক
দীর্ঘবৃত্তাকার তোমার নিজস্বকক্ষপথ। কোন প্রস্তাবেই
. স্থির নও জেনে…
. জান + ছি [ঃ] শুন + ছি [ঃ]
হিমবাহ থার্মোস্কেপ! ভুলগামী মিড়— মেঘেরই পিস্টন
নিয়ে…তুমিময় বহুবিধ,
পার আওয়ার ৮০০০০০ কিলোমিটার নিত্যানন্দে ঘুরি
মায়ার শেকল ছেঁড়া নৌবত চ্যানেল।
দুধের নহর এই গ্যালাক্সিতে…২৩০ মিলিয়ন বছরের
দ্রুতি টান্সপোর্ট। আমার রহস্যযাত্রা—
পুষ্পস্পর্শাস্তন্যাদেশদুর্গে
তোমার গতর জুড়ে…পরিকীর্ণগ্রাভিটির সুহানাসফর
বুঝ—পারি—
তেরে কেটে তাক তাক ॥ না তিন তিন তা
তাক তেরে কেটে তাক, ॥ ধা ধিন ধিন ধা
ধিনধিনাদিন ময়ূর তরাসে…
তুই-ই কি আমার
জড়ুল ভ্রমণ।
০২.
প্রকৃত আমি, জগৎ
পূর্বমাণ—১৩.৮ বিলিয়ন
রহস্য (আবৃত) পুঞ্জীভূত [বিন্দু] গুরুভার!
বিস্ফোরিত বীর্যপাত—
যাত্রার শুরুতে…রূপান্তর—
পারমাণবিক কণার রাজশ্রী
বাঁধা আর রাধা উপেক্ষা করেই
ছুটছে তো ছুটছেই—
মিলিয়ন/বিলিয়ন!
ফ্যালোপিয়ান টিউবে…লক্ষাধিক বৎসর
চল—তে…চল—তে…
অ্যাম্পুলার গ্যালাক্সিতে…
রাজশ্রী—হাইড্রোজেন মেঘে সঙ্গমজঙ্গমে
জাইগোট হয়ে যাই।
অতঃপর— একটা প্রোটন…এ ইলেকট্রন;
নিত্যকার নিউট্রনে বিভাজিত আমিসমূহে
ব্লাস্টুলা, গুস্ট্টুলা, মোরুলায়— তৈরী হই!
হৈ হৈ বীন ছায়াপথে আমার প্রতিস্থাপিত।
নিউক্লিয়াসে… ভাজ্য হতে হতে আমিই—
নিউক্লিয়ন— আদি ও অন্ত। প্রথম শিশু॥