সুদূর
ভয়ও করি ডেকেও ফিরি
তুমি বলতে থাকো বেদনাময়
ইচ্ছে বুকে জড়ায়ে রাখি
তবু সময় দ্রুত ফুরায়
আপন মনে হাঁটতে থাকি
পথ নিয়ে যাক অচিন দেশে
বলো তুমি অস্থিরতা
কারে দুঃখ দিলে ভালোবেসে
কে তোমারে সহজে পায়
কার কাছে হও অবনত
কার বুকে সুখ অনেকখানি
পুষে রাখো কোন সে ক্ষত
জানতে ভীষণ ইচ্ছে করে
তোমার গায়ের সুবাস কেমন
রেখো না দূর, ঘুচাও ব্যথা
রাখো বক্ষে কোমলচরণ!
আহ্বান
দিলে সাড়া পরান কাঁপে
অপেক্ষাতে ফুরায় দুপুর
কখন জানি হবে বিকেল
আশায় ভাসি, এ সমুদ্দুর!
দেখা পাওয়া সামান্য না
অসামান্য রীতি তোমার
বললে তুমি সবই সোজা
হ্যাঁ বলে দাও একটাবার!
বাতাসে হিম, মনে ব্যথা
নিয়ম মতে এইতো ঋতু
আসবে যাবে চিরদিনই
তবুও আমি ভীষণ ভীতু!
বুকের ভেতর বাদ্য বাজে
চোখের তারায় শূন্য ভরা
দৃশ্যে তুমি ফোটাও কুসুম
অদৃশ্যে করো আত্মহারা!
চঞ্চলা
নিরুত্তরে থাকো তুমি
এখানে দিন চলে যায় ভেসে
তোমার অবসরে অসুখ
জানিনে কারে ভালোবাসে
কারে মনে করে ঘুমাও
ঘুম ভেঙে যাও কোথায় চলে
সময় এমন অনিশ্চিতে
তবু ভালো লাগে, তুমি এলে
ইচ্ছে মনে অনেক কিছু
অনিচ্ছেতেই তোমার থাকা
সামান্য এক পরিচিত
বুঝি তাই হয়না সহজ দেখা
কঠিন রীতি এ জগতের
ব্যথা যে দেয় সেই-ই ভালো
অশ্রু মুছে চুমু খাবো
তুমি আমার সঙ্গে চলো।