ইচ্ছে করে
ইচ্ছে করে ইচ্ছে করে
পাখির ডানায় উড়ি
উড়ে উড়ে পাখির সাথে
মেঘের দেশে ঘুরি।
ইচ্ছে করে ইচ্ছে করে
জোনাক পোকার সাথে
ঘুরে ঘুরে আলো জ্বালি
আঁধার কালো রাতে।
ইচ্ছে করে ইচ্ছে করে
প্রজাপতির মতো
রঙিন হয়ে দূর করে দেই
দুঃখ আছে যত।
মান করেছে টুনটুনি
ছোট্ট মেয়ে টুনটুনিটা
আজ করেছে মান
তানপুরাতে হাত বুলিয়ে
তুলবে না সে তান।
বাবার সাথে সুর মিলিয়ে
গাইবে না আর গান
তাইতো টুনির মান ভাঙাতে
মাকে ডেকে আন।
মায়ে এসে কোলে নিলেই
ভাঙবে অভিমান
গাইবে তখন সবাই মিলে
তুলবে মধুর তান।
জোনাক পোকা
জোনাক পোকা জোনাক পোকা
তুমি বড়োই ভালো
রাতের বেলা বনের মাঝে
জ্বালাও তুমি আলো।
জোনাক পোকা জোনাক পোকা
আমায় সাথে নিও
এমন আলো কেমনে জ্বালাও
শিক্ষা আমায় দিও।
তোমার কাছে শিখে আমি
জ্বালাতে চাই আলো
যাতে করে দূর হয়ে যায়
সমাজের সব কালো।
মন্তব্য