‘পুনশ্চ লেখক সংঘ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো লেখক সম্মিলন। শুক্রবার (১৭ নভেম্বর) নওগাঁ সরকারি কলেজ অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘পুনশ্চ লেখক সংঘের’ ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ‘পুনশ্চ সম্মাননা-২০২৩’ দেওয়া হয়েছে একজন কবি ও একজন ছোটকাগজ সম্পাদককে।
কবিতার জন্য এই সম্মাননা পেয়েছেন আতাউল হক সিদ্দিকী; লিটলম্যাগ ‘মাদুলি’ সম্পাদনার পেয়েছেন অরবিন্দ চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান, সভাপতিত্ব করেন পুনশ্চ লেখক সংঘের সভাপতি আবদুস সাত্তার মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আরিফুল হক কুমার, কামরুল বাহার আরিফ, মজিদ মাহমুদ, ইসলাম রফিক, মনজু রহমান।
আরও বক্তব্য রাখেন চিত্রশিল্পী রেজাউল হক, প্রফেসর মো. নাজমুল হাসান, মোহাম্মদ নূরুল হক, ঋজু রেজওয়ান, মামুন রশীদ, শিবলী মোকতাদির, প্রফেসর শরিফুল ইসলাম খান, তামিম মাহমুদ সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন কবি আতাউল হক সিদ্দিকী ও অরবিন্দ চক্রবর্তী।
এছাড়া, কবি আতাউল হক সিদ্দিকী ও তার সাহিত্যকর্ম নিয়ে বক্তব্য রাখেন কবি-গবেষক মোহাম্মদ নূরুল হক।
অরবিন্দ চক্রবর্তীর সম্পাদনাকর্ম নিয়ে বক্তব্য রাখেন কবি-প্রাবন্ধিক-সাংবাদিক মামুন রশীদ।
শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ‘নওগাঁ সরকারি কলেজ সাহিত্য-সংস্কৃতি কেন্দ্র’-এর শিল্পীরা।
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী পূজা দাস।
অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সঞ্চালনায় ছিলেন তামিম মাহমুদ সিদ্দিক, রবিউর রফিক, রিফাত ইরা, আবদুল্লাহ আল রাফি সরোজ, মেহেদী হাসান, পূজা দাস ও নীল সোহন।