রাত দুপুরে কাঁপছি আমি
বড্ড আমার ভুতের ভয়
কী যে করি মাথা ঠুকি
একলা আমায় থাকতে হয়।
মাঝরাতেতে শুরু যত
উদভুতুরে কাণ্ডটা
পেঁচো ভুতের জ্যাঠামশাই
মারছে কষে গাট্টাটা।
মামদো ব্যাটা বড্ড ঠ্যাটা
গিটার বাজায় আনমনা
সানগ্লাসে চোখ ঢেকেছে
হাত পরে দস্তানা।
ব্রহ্মদৈত্যের বেজায় শক্তি
খড়ম পায়ে ঠকঠকায়
স্কন্ধকাটা বেঢপ মোটা
হাড় হিমকরা পোজ দেখায়।
ভুতের ছানা তিড়িংবিড়িং
ভেল্কিবাজির তাক করে
হেঁশেল ঘরের খাবারগুলো
ভোজবাজিতে সাফ করে।
ন্যাকা ষষ্ঠী পেত্নীগুলো
ফেসবুকেতে চ্যাট করে
ফ্যাশন করা বউ-মেয়েদের
পিণ্ডি চটকে ফাঁক করে।
ওঝা আসে গুণীন আসে
ওমনি তখন কোন ফাঁকে
বটগাছের ওই মগডালেতে
শাঁকচুন্নিটা নাক ডাকে।
হৃদকম্পে লিখছি আমি
মাঝরাতের এই ভূতছড়া
চোখের সামনে তাক-ধিনা-ধিন
নাচছে ভূতের গুচ্ছরা।
মন্তব্য