দ্রব্যমূল্য
দ্রব্যমূল্যের দৌড়ের সাথে
পারছি না আর দৌড়তে,
মাসের টাকা যায় ফুরিয়ে
দিন পনেরো ঘুরতে।
সদাই-পাতি কিনতে তখন
মাথায় পড়ে বাজ,
টাকা তো নাই বলতে মুখে
লাগে অনেক লাজ।
মাসের শেষে মন ও মেজাজ
থাকে ভীষণ তপ্ত,
ভালো থাকার ভান করি তা-ও,
আর কিছু নেই রপ্ত।
লক্ষ্মীসোনা
অহ আমার লক্ষ্মীসোনা
সদা থাকে খুশি,
বকলে তারে মনের মাঝে
রাখে না তা পুষি।
মিথ্যে কথা শুনতে পেলে
গাল ফুলিয়ে থাকে,
রোদের আকাশ হঠাৎ যেন
কালো মেঘে ঢাকে।
মনটি অহর ভীষণ ভালো
মায়া দিয়ে ঘেরা,
মস্ত মানুষ হবে সে যে,
হবে সবার সেরা।
বিশ্ব নেবে হাতের মুঠোয়,
রাখবে দেশের মান,
রাখবে গরিব-দুখির জন্যে
অনেক অবদান।
নারী
বিশ্বমাঝে নিঃস্ব আমি
নেইকো আমার দাম,
কুটনা কাটা বাটনা বাটা
এই তো আমার কাম।
গাধার মতো গতর খাটাই
দিনে এবং রাতে,
মিষ্টি সুরে কয় না কথা
কেউ তো আমার সাথে।
চোখের জলে বুকটি ভাসে,
নাম যে আমার নারী,
আমি কি আর কারও সাথে
করতে পারি আড়ি?
সংসারেতে আমি থাকি
পরগাছাদের দলে,
আমি হলাম ভাঙা কুলো,
সর্বলোকে বলে।