ছড়ার ছন্দ ফুলের গন্ধ
ছড়ার ছন্দ কী আনন্দে গড়িয়ে যায়
ফুলের গন্ধ যেমন করে ছড়িয়ে যায়
কী যে মজার আবেশে মন ভরিয়ে যায়!
মায়ের ভাষা রঙিন আশা জড়িয়ে দেয়
সেই আশাতে জীবন কেমন ভরিয়ে দেয়
দূর নিরাশায় স্বপ্নগুলো তরিয়ে নেয়।
ভাষার কারুকাজে হৃদয় মন ভরে
মুগ্ধ হয়ে শুনি তারই ছন্দ রে
মনে আমার কত হাজার রঙ ধরে।
সে সব রঙে হয় কবিতা চিত্রময়
মনের দেশে সুখের বেশে প্রভাত হয়
দূর করে যা জমাট-বাঁধা মনের ভয়।
ভুলেই গেছি
আকাশ ভরা চন্দ্র-তারা
হয় না দেখা আর
চারদিকে আজ দেয়ালঘেরা
সীমাবদ্ধতার।
এখন আমার সময় কাটে
যান্ত্রিকতার মাপে
আবেগ এবং স্বপ্নগুলো
চার দেয়ালে কাঁপে।
হয় না শোনা নিসর্গের ওই
নীরব কলধ্বনি
মনের মাঝেই ঘুমিয়ে থাকে
জাগরণের বাণী।
হয় না তেমন নদী দেখা
কিংবা বিজন মাঠ
প্রকৃতির ওই পাঠশালাতে
হয় না নিবিড় পাঠ।
ভুলেই গেছি নিশিত রাতের
আলোক ঝিলিমিলি
অনেক সুখের জরিন ফিতায়
রাঙানো দিনগুলি।
হরফের ডানা
বইগুলো প্রজাপতি
বইগুলো পাখি
হরফের ডানা মেলে
করে ডাকাডাকি।
বইগুলো রঙধনু
বইগুলো মেঘ
আকাশ দিগন্ত ভরা
মনের আবেগ।
বইগুলো নিয়ে যায়
ঘর থেকে দূরে
লাল নীল ডানা তার
পাখি হয়ে উড়ে…
বইগুলো সাথী হয়
হয় প্রিয়জন
দুপুরের অবসরে
ভরে দেয় মন।
বইগুলো কথা বলে
প্রিয় সুর তালে
মনের আঁধার ঘরে
শত বাতি জ্বালে।